রাজশাহীতে বিস্ফোরক মামলার ৬ আসামি গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪; সময়: ৬:৪৭ অপরাহ্ণ |
রাজশাহীতে বিস্ফোরক মামলার ৬ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার ৬ আসামি গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: সোহলে রানা (৩২), মো: তৌহিদুল ইসলাম বুলবুল (৩০), মো: আল মামুন (৫১), মো: শরিফুল ইসলাম বিপ্লব (৩৪), মো: শরিফুল ইসলাম (৪০), মো: গোলাম মোস্তফা (৬০)। সোহেল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আলতাফের ছেলে, তৌহিদুল ইসলাম শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মো: বজলুর রহমানের ছেলে, আল মামুন একই থানার উত্তর নওদাপাড়ার মৃত গোলাম মোর্তুজার ছেলে, শরিফুল ইসলাম বিপ্লব বড় বনগ্রাম শেখপাড়ার মো: আলম সরকারের ছেলে, শরিফুল ইসলাম পবা থানার দাদপুরের মৃত নইমুদ্দিনের ছেলে ও গোলাম মোস্তফা বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার মৃত খায়রুদ্দিনের ছেলে।

গত ৯ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া, শাহমখদুম, পবা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে