রাজশাহীতে হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকার প্রাইভেট কার উদ্ধার করে দিলো পুলিশ

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪; সময়: ৭:৩৫ অপরাহ্ণ |
রাজশাহীতে হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকার প্রাইভেট কার উদ্ধার করে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বাজার থেকে প্রায় ১৭ লাখ টাকা দামের একটি হারিয়ে যাওয়া প্রাইভেট কার উদ্ধার করে দিলো পুলিশ। গত শনিবার (১০ নভেম্বর ) সন্ধা ৬ টার দিকে বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ হারিয়ে যাওয়া গাড়িটি চারঘাট থানার জাইগীর পাড়া থেকে উদ্ধার করে। এ তথ্য নিশ্চিৎ করেন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী।

তিনি জানান, গত (৩১ অক্টোবর) বিকেল ৪ টার দিকে বাগমারা উপজেলার মচমইল বাজার থেকে (ঢাকা মেট্রো-গ ২৮-৭০৬৭) প্রাইভেট কারটি হারিয়ে যায়। এ ঘটনায় সেই দিন প্রাইভেট কারের মালি মুহাইমিন আল রাজী বাগমারা থানায় রাতে একটি সাধারন ডায়েরি (জিডি) করে।

সেই জিডির প্ররিপ্রেক্ষিতে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই উৎপল কুমারের নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায়  (১০ নভেম্বর) শনিবার সন্ধার দিকে চারঘাট জাইগীর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হরিয়ে যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার করে।

আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত গাড়িটি মালিকের কাছে হস্তান্তর করা হবে বলে জানান হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে