ট্রাম্পের জয়ের পর দেশ ছাড়ছেন শ্যারন-সোফি!
পদ্মাটাইমস ডেস্ক : হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের রাজকীয় প্রত্যাবর্তনে কেউ খুশি কেউ নাখোশ। বিশ্বনেতাসহ অনেকেই ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশে দেশে যুদ্ধবিগ্রহের মধ্যে ট্রাম্প কোন দেশের বিষয়ে কেমন অবস্থান নেবেন এ নিয়েও হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে। তবে বিনোদন জগতের অনেকেই ট্রাম্পের জয়ে খুশি হতে পারেননি। দেশ ছাড়ার ঘোষণাও দিয়েছেন কেউ কেউ।
এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। নবনির্বাচিত প্রেসিডেন্টের ঘোষিত নীতির প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেন হাজারো মানুষ।
শনিবার (৯ নভেম্বর) নিউইয়র্ক সিটি এবং সিয়াটলসহ যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ সাবেক প্রেসিডেন্ট ও নবনির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে নামেন। নারীদের প্রজনন অধিকারের বিরুদ্ধে হুমকি এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নীতি ঘোষণার প্রেক্ষিতে এই বিক্ষোভ।
জানা গেছে, হলিউড তারকাদের বড় একটা অংশ অখুশি। সেই তালিকায় আছেন অভিনেত্রী শ্যারন স্টোন, সোফি টার্নার, অভিনেতা চের, অ্যামেরিকার ফেরেরা, র্যা ভন সাইমন, মিনি ড্রাইভার প্রমুখ।
শোনা যাচ্ছে, হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন আমেরিকা ছেড়ে ইতালি চলে যেতে চাইছেন। চলতি বছরের জুলাইতে ‘বেসিক ইনস্টিংক্ট’-খ্যাত এ অভিনেত্রী জানিয়েছিলেন, মার্কিন মুলুক ছেড়ে ইতালি চলে যাবেন তিনি। সেখানে তার একটি বাড়িও আছে। ট্রাম্পের নাম প্রকাশ না করেই শ্যারন বলেছিলেন, ‘এই প্রথম এমন কাউকে দেখলাম, যিনি এত ঘৃণা ও অত্যাচারের পরিবেশের মধ্যে থেকেও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামতে পেরেছেন।’
এছাড়া ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার ট্রাম্পের জয়ের পর সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন মুলুক থেকে চলে যাবেন তার জন্মস্থান ব্রিটেনে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।