নাটোরে যৌ’ন হয়রানিতে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪; সময়: ২:৩৬ অপরাহ্ণ |
নাটোরে যৌ’ন হয়রানিতে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : শিশু শিক্ষার্থীদের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানিসহ যৌন হয়রানির অভিযোগে নাটোরের হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ মৃধার অপসারণ এবং বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে অভিভাবক এবং শিক্ষার্থীরা।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার নাটোর ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে।

অবরোধকারীরা জানান, হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ মৃধা দীর্ঘদিন ধরে ক্লাসরুমে এবং শিক্ষকদের রুমে মেয়ে শিশুদের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং যৌন হয়রানি করেন। বিষয়টি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানায়।

এরই প্রেক্ষিতে আজ অভিভাবক এবং শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ এবং বিচারের দাবিতে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন।

এসময় মহাসড়কের দুই পাশে অনেক যানবাহন আটকে যায়। প্রধান শিক্ষক অহিদ মৃধাকে আটকের পরে সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থী সহঅভিভাবকরা।

বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রধান শিক্ষক অহিদ মৃধাকে আটকের কারণে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে