ভাঙ্গুড়ায় ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকাসহ মালামাল ছিনতাই

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪; সময়: ৬:১১ অপরাহ্ণ |
ভাঙ্গুড়ায় ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকাসহ মালামাল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা) : পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেলের গতিরোধ করে এক ব্যবসায়ীর নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে পৌরসভার সারুটিয়া রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীর নাম মিলন হোসেন।

তিনি পৌরশহরের বাসষ্ট্যান্ড এলাকার ইলেকট্রনিক্স ও বিকাশ ব্যবসায়ী। তার বাড়ি উপজেলার পাটুলীপাড়া সরকার পাড়ায়।খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

জানা গেছে , মঙ্গলবার রাত ১০ টার দিকে ব্যবসায়ী মিলন দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।পথে সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেললাইন মোড়ে এসে পৌঁছালে মুখ বাঁধা দু’জন ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাগে রাখা নগদ ৩ লাখ ৫০ হাজার টাকাসহ ২টি স্মার্টফোন ও ৮টি বাটন ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার ছিনতাই হওয়া বিকাশ একাউন্টে ১ লাখ ৬০ হাজার ও নগদ একাউন্টে ৪৯ হাজার টাকা ছিল। ছিনতাইকারীরা একাউন্ট দু’টি থেকে যেন টাকা তুলতে না পারে,সেজন্য ঘটনার পর পরই একাউন্ট দু’টি বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।ছিনতাইকারীদের ধরতে ও টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে