চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সুজানগরে প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪; সময়: ৬:৪৭ অপরাহ্ণ |
চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সুজানগরে প্রতারক গ্রেপ্তার

এম এ আলিম রিপন, সুজানগর : জেলা এনএসআই, পাবনার তথ্যের ভিত্তিতে পাবনা জেলার সুজানগর উপজেলায় চাকরি প্রত্যাশীদের অর্থের মাধ্যমে চাকরি প্রদানের আশ্বাস ও অর্থ আত্মসাৎ করার অভিযোগে মোঃ কামরুল হাসান (৪৫) নামে এক প্রতারকে গ্রেফতার করা হয়েছে।

সে পাবনা জেলার বেড়া পৌরসভার আলহেরানগর এলাকার মৃত মেহেদী হাসানের ছেলে। বুধবার বিকেলে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ থেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।

জানাযায়, সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নাজিরগঞ্জ বাজার এলাকায় মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের সদ্য ভাইভা সম্পন্নকৃত চাকরি প্রত্যাশীকে অর্থের মাধ্যমে চাকরি প্রদানের আশ্বাস ও অর্থ আত্মসাৎ কালে তাকে গ্রেফতার করা হয়।আটককৃত প্রতারক গত ২০২৩ সালে প্রকাশিত মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের সদ্য ভাইভা সম্পন্নকৃত পাবনা জেলার ১৩ জন চাকরি প্রত্যাশীদের তালিকা গোপনীয়ভাবে সংগ্রহ করে প্রত্যেকে মোবাইলে যোগাযোগ করে ১১ লক্ষ টাকার বিনিময়ে চাকরি প্রদানের আশ্বাস প্রদান করে।

আশ্বাসকৃত চাকরি প্রত্যাশী ০১ জন ব্যক্তির সাথে উক্ত ঘটনাস্থলে গোপনীয় ভাবে অবস্থানকালে প্রত্যাশীর দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা এনএসআই পাবনার একজন সদস্য সার্ভেইলেন্সের মাধ্যমে উক্ত প্রতারককে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আটককৃত প্রতারকের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে