কুষ্টিয়া জেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কেন্দ্র ঘোষিত কুষ্টিয়া জেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি নিয়ে গৃহদাহ এখন তুঙ্গে। কমিটি বাতিলের দাবিতে রাজপথে নেমেছে জেলা বিএনপির বঞ্চিত সাবেক নেতাকর্মীরা। রোববার সকাল ১১টায় এনএস রোডে অবস্থান নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।
নেতাকর্মীদের অভিযোগ, নতুন কমিটি গঠনে বৈষম্য করা হয়েছে। কমিটিতে বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রম করেছে তাদের স্থান হয়নি। বরং যারা আওয়ামী লীগের দোষর এমনকি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে নিয়ে ব্যবসা-বানিজ্যে করেছে তাদের ঠাঁই হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমউল হাসান অপু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাবেক নেতা সহ-সভাপতি মেজবাহুর রহমান পিন্টুসহ অন্যরা। নেতা-কর্মিরা এ সময় নানা রকম ম্লোগান দিতে থাকেন। তারা বলেন, মামা-ভাগ্নের কমিটি, মানি না মানব না।’ কুতুব-জাকিরের কমিটি মানি না, মানব না।
নেতারা আরো বলেন, অবলিম্বে কমিটি বাতিল করে নতুন করে কমিটি ঘোষনা করতে হবে। তা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।