দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শিমুল বিশ্বাস

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪; সময়: ৭:১৬ অপরাহ্ণ |
দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শিমুল বিশ্বাস

এম এ আলিম রিপন, সুজানগর : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । রবিবার পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বদরুন্নেছা কিন্ডার গার্টেন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান যেই করুক তার কোন পরিচয় জানতে চাইবে না,তিনি কোন দলের কোন ধর্মের,কোন গোত্রের সেটি জানাও বড় বিষয় নয়।

যে জ্ঞানী তার থেকে জ্ঞান আহরণ করতে হবে। সমাজকে আলোকিত করে বাংলাদেশ থেকে সকল অনাচার ও অন্যায় পরাজিত করে উন্নত বাংলাদেশ গঠনের জন্য তরুণদের কাজ করতে হবে। সকল ধরনের দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরাশক্তিও দমাতে পারে না এবং জাতীয় অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারে না। আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়াতেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। যেকোন কিছুর বিনিময়ে এ ঐক্য বজায় রাখতে হবে।শিমুল বিশ্বাস বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতার আকাঙ্খা পদদলিত করে আধিপত্যবাদের দোসর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিলো।

আজ জুলাই ও আগষ্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পরও সে চক্র একই ষড়যন্ত্র করছে। ছাত্র শ্রমিক জনতার গনঅভ্যুত্থানের আকাঙ্খাকে নসাৎ করার চক্রান্ত করছে। তাই দেশের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসররা বিভিন্ন ফাঁদ পাতছে। কোনক্রমেই সে ফাঁদে পা দেওয়া যাবে না।তিনি বলেন, বিএনপি সবসময়ই বলছে ক্ষমতার জন্য আমরা রাজনীতি করি না। বিএনপি জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। বাকস্বাধীনতা জন্য রাজপথে আন্দোলন করেছি। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছি। আর জনগন যদি বিএনপিকে নির্বাচিত করে তাহলে সকলকে নিয়ে এবং সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করবে।

বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রউফ খানের সভাপতিত্বে ও সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.শরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস ও সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন বদরুন্নেছা কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুস সামাদ খান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন,সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন খান ও বদরুন্নেছা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষিকা মোছা. ফাতেমাতুজ্জোহরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে