মান্দায় ধর্ষণ মামলা ভিন্নখাতে নিতে অপচেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় একটি ধর্ষণ মামলা ভিন্নখাতে প্রবাহিত করতে আসামী পক্ষের লোকজনের বিরুদ্ধে অপচেষ্টার অভিযোগ উঠেছে। এতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাদী ও তার পরিবার।
ভিকটিমের শশুর লুৎফর রহমান বলেন, ‘ছেলে আলমগীর হোসেন প্রবাসে অবস্থান করায় দেড়বছর ধরে পুত্রবধূকে নিয়ে আমরা বসবাস করছি। এ অবস্থায় গত ১৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিবেশি রেজাউল হকের ছেলে রবিউল ইসলাম রনি নামে এক যুবক গোপনে আমার পুত্রবধূর ঘরে প্রবেশ করে। পরে পুত্রবধূকে ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে।’
লুৎফর রহমান আরও বলেন, ‘এক পর্যায়ে পুত্রবধূ চিৎকার দিলে আশপাশের লোকজনের সহায়তায় অভিযুক্ত রবিউল ইসলাম রনিকে আটক করা হয়। সংবাদ পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়। ঘটনায় আমার পুত্রবধূ বাদী হয়ে রবিউল ইসলাম রনির বিরুদ্ধে থানায় মামলা করেন।’
ভুক্তভোগী গৃহবধূর শশুর লুৎফর রহমান অভিযোগ করে বলেন, এ ঘটনাকে ভিন্নখাতে নিতে আসামী রনির পরিবারের লোকজন বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। রনিকে অভিনব কায়দায় রাস্তা থেকে তুলে নিয়ে মারপিটসহ ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে।
এ সময় একটি স্বর্ণের চেইন, আংটি, ব্রেসলেট ও ১১ হাজার ৯০০ টাকা লুট করে নেওয়া হয়েছে বলেও আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন আসামী রনির স্বজনেরা।
এসব ভিত্তিহীন অভিযোগ তুলে গত ১৯ নভেম্বর আসামী রনির পরিবার সংবাদ সম্মেলন করেন। এতে করে ধর্ষণ মামলার সঠিক বিচার পাওয়া নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে বলেও দাবী করেন ভিকটিমের পরিবার।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সন্ধ্যায় প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় রবিউল ইসলাম রনি নামের এক যুবককে আটক করা হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে হেফাজতে নেয় পুলিশ। ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রবিউল ইসলাম রনির বিরুদ্ধে মান্দা থানায় ধর্ষণ মামলা করেন।