কচুয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪; সময়: ১:৪৪ অপরাহ্ণ |
কচুয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,কচুয়া : চাঁদপুরের কচুয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতায় ৬টি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বৃত্তি পরীক্ষায় ২ হাজার ২শ ৬০জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এদিকে বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাহজাহান,উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান,সাধারন সম্পাদক আমির হোসেন মজুমদার ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ অন্যান্যরা ।

এছাড়া কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ৫৬৬জন,সাচার উচ্চ বিদ্যালয়ে ৬০৮জন, পালাখাল উচ্চ বিদ্যালয়ে ২৫৭জন, গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজে ২৪৫জন,ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৬৯জন ও রহিমানগর বিবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১৫জন পরীক্ষার্থী কেন্দ্রে পরীক্ষার্থী অংশগ্রহন করেন। তাছাড়া কচুয়া উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা সম্পূর্ণ নিরপেক্ষ, নকল মুক্ত, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসায় বেশ সুনাম কুড়িয়ে আসছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে