ছাত্রের গর্জন
বাংলার মাটিতে গর্জে ওঠে তরুণ প্রাণের উথাল-পাথাল ঢেউ,
ন্যায়ের ডাক নিয়ে উঠে দাঁড়ায়, পারবেনা দাবায়া রাখতে কেউ!
শিকল ভাঙার গান গায় তারা, অন্ধকার পাক আলো,
গর্জন ওঠে রাস্তায় রাস্তায়, নড়ে ওঠে স্বৈরাচার হয়ে মুখ কালো।
আমার দাবি, তোমার দাবি, দশের দাবি তুলেছিল মুখে,
বুক ভরা সাহস নিয়ে দাঁড়িয়েছে, ভয় নেই মরণে।
সাম্যের পতাকা হাতে ধরে, লড়াইয়ের সুরে সুরে,
বলে,বন্দি হয়ে থেকো না আর,দশের মুক্তি আনো ধরে।
দমন-পীড়ন যতই হোকনা যতো, থামবেইনা এ ঝড়,
ছাত্র শক্তি ঐক্য বাঁধলে, দাফন হবে সব ভয় ডর।
মায়ের ভাষায় লিখবে তারা, নতুন ছিল স্বপ্নগাঁথা,
অসত্যকে হার মানিয়ে, আনবে জয়ের ফুলের মালা।
২৪’এর রক্তে লেখা ইতিহাস নতুন দেশের পথ দেখায়,
বাংলার ছাত্র বাঁচে আজও, ন্যায্য অধিকার যারা চায়।
অন্যায়ের বিরুদ্ধে সদা গর্জন, লড়াইয়ের দীর্ঘ দীপ্তজ্বাল,
ছাত্র আন্দোলন জানে দিতে, স্বাধীনতার বাণী চিরকাল।
জেগে ওঠো তরুণ,এগিয়ে চলো, দুর্নীতির দেয়ালে দাও জোড়ে ধাক্কা,
ভেঙে যাক অনিয়মে গড়া নিয়মের বেড়াজাল,অত্যাচারী পাক অক্কা।
জ্ঞান-প্রাণে গড়ুক এ দেশ, সবার হোক এ দেশ, নাহোক কারো একার!
মুছে যাক সব জুলুম অবিচার,”২৪” হয়ে থাক অন্তরের মাজার।
লেখক : আকরাম হুসাইন