বাগমারায় হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪; সময়: ৬:৩৪ অপরাহ্ণ |
বাগমারায় হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বসতবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা, মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে উপজেলার নরদাশ ইউনিয়নের বিন্দুর মোড় এলাকায়।

শনিবার বেলা ১১ হতে ১২ টার মধ্যে । ঘটনা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে মন্দিয়াল গ্রামের জাবের আলীর সাথে ঠাকুরপাড়ার আইয়ুব আলীর মৎস্য চাষ নিয়ে বিরোধ চলে আসছে।

আইয়ুব আলী চাঁদাবাজির মামলা করেছেন প্রতিপক্ষের বিরুদ্ধে। উভয় পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা, সংবাদ সম্মেলন, পাল্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মৎস্য ব্যবসায়ী জাবের আলী দাবী করেন, তাঁর কাছে থেকে মোটা অংকের টাকা দাবী করেছিলেন প্রতিপক্ষের লোকজন। তিনি টাকা দিতে অস্বীকার করায় তাঁকে সহ তাঁর লোকজনের নামে চাঁদাবাজি মামলা দেয়া হয়েছে। এমন কী তাঁর লিজকৃত বিল দখলের পাঁয়তারা করছে আইয়ুব আলী ও তার লোকজন। তিনি আরও জানান, কয়েকবার আমার বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চালিয়েছে।

ভাংচুর করতে না পেরে ক্ষিপ্ত হয়ে আতংক ছড়ানোর লক্ষ্যে পথচারী মন্দিয়াল গ্রামের নিরীহ মহিদুলের মোটরসাইকেল কেড়ে নিয়ে ভাংচুর করা হয়। এছাড়াও ঠাকুরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে । মারধরের ঘটনায় স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সূত্র জানায়, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে আইয়ুব আলী এবং একজন আইনজীবীর সরাসরি ইন্ধন রয়েছে।

এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছে, ঠিক সময় পুলিশ, সেনাবাহিনী উপস্থিত না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং ওসি ( তদন্ত) রফিকুল ইসলাম এর সরকারি মুঠোফোনে কল দিলে তাঁরা ফোন রিসিভ করেন নাই। সেকারণে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে