বড় হারের অপেক্ষায় বাংলাদেশ
পদ্মাটাইমস ডেস্ক : ক্যারিবীয়দের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।ক্যারিবীয়দের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
অ্যান্টিগায় তাসকিন আহমেদ ৬ উইকেটে নিয়ে বাংলাদেশ দলকে ম্যাচে ফিরিয়েছিলেন। কিন্তু ব্যাটারদের দায়িত্বহীনতায় প্রথম টেস্টে বড় হারের অপেক্ষাতে মেহেদী হাসান মিরাজের দল। আলোর স্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিনের খেলা শেষ না হলে, গতকালই বাকি তিন উইকেট হারাতে পারতো বাংলাদেশ।
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান আর ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৩ উইকেট। চতুর্থ দিন শেষে জয়ের পাল্লাটা হেলে পড়েছে ক্যারিবীয়দের দিকে। বাংলাদেশ দল আজ রাতে শেষ দিনে ব্যাটিংয়ে নামবে ৭ উইকেটে ১০৯ রান নিয়ে। ব্যাটিংয়ে আছেন জাকের আলী অনিক (১৫) ও হাসান মাহমুদ (০)। বাংলাদেশকে জিততে হলে অবিশ্বাস্য কিছু করা ছাড়া উপায় নেই। বাংলাদেশের ব্যাটারদের সাম্প্রতিক পারফরম্যান্স যেমন, তাতে করে এমন কিছু প্রত্যাশা করাও অবাস্তব।
বাংলাদেশ রবিবার ৯ উইকেট ২৬৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল। স্বাভাবিকভাবেই চতুর্থ দিন সকালে হাতে থাকা এক উইকেট নিয়ে কিছুটা লড়াইয়ের আশা ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ইনিংস ঘোষণা করেছেন। ১৮১ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণার ‘সাহসী’ সিদ্ধান্ত নেওয়ার পর বল হাতেও দারুণ সময় কাটায় তারা। তাসকিনের গতির কাছে পরাস্ত হন ক্যারিবিয়ান ৬ ব্যাটার। প্রথম সেশনে দুই উইকেট নেওয়া তাসকিন দ্বিতীয় সেশনে নেন ৪টি উইকেট। তাসকিনের কাছেই মূলত স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৫২ রানে। তবু বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান।
চতুর্থ ইনিংসে কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে যেভাবে শুরুর দরকার ছিল, তার কিছুই করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। দুই ক্যারিবীয় পেসার কেমার রোচ ও জেইডেন সিলসের তোপে দাঁড়াতেই পারেননি মাহমুদুল হাসান জয় (৬), জাকির হাসান (০), মুমিনুল হক (১১), শাহাদাত হোসেন দিপু (৪)। ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। আউট হওয়া সাত ব্যাটারের মধ্যে চার জন দুই অংকেই যেতে পারেননি। দিনশেষে ১৫ রানে অপরাজিত আছেন জাকের আলী। তার সঙ্গে আছেন হাসান মাহমুদ। ৩টি করে উইকেট নিয়েছেন কেমার রোচ আর জেইডেন সিলস।
ম্যাচ শেষে ব্যাটারদের ব্যাটিং নিয়ে সমালোচনাও করেছেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নেওয়া তাসকিন আহমেদ, ‘এটা দুর্ভাগ্যজনক। ব্যাটিং ইউনিটের কাছ থেকে আরেকটু ভালো কিছু আশা করেছিলাম। তবে ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো বোলিংও করেছে। আশা করি, পরেরবার দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারবো আমরা।’