গুরুদাসপুরে স্বামীর পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর (নাটোর) : নাটোরের গুরুদাসপুরে স্বামীর পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ মনোয়ারা বেগম নামে এক ভুক্তভোগী। এঘটনায় ভুক্তভোগী মনোয়ারা বেগম গত রোববার বাদী হয়ে গুরুদাসপুর থানায় সাবেক পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লাসহ ১৩ জনের নামে অভিযোগ দায়ের করেছেন।
সোমবার ) বেলা ১২ টার দিকে চাঁচকৈড় বাজারের বাঁশহাটায় এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীসহ তাদের আত্মীয়-স্বজনের উপস্থিতে লিখিত বক্তব্য মনোয়ারা বেগম বলেন, পৌর শহরের চাঁচকৈড় মৌজায় ৮টি খতিয়ানে তাদের জমি। এক সময়ে জমিটি ভোগ দখল করে আসছিলেন। গত ১৭ বছরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সাবেক পৌর মেয়র শাহনেওয়াজ আলী জবর দখল করে রেখেছেন। তিনি আরো বলেন, সাবেক পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মেয়র থাকা অবস্থা প্রতিবেশি সালমাকে দিয়ে আমাদের বেশী অত্যাচার করেছেন। এমন কি পানি দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। আমি বাধা দিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখিয়েছিলেন। বিষয়টির সুষ্ঠ সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মোছাঃ মনোয়ারা বেগমের স্বামীর মোঃ আফসার আলী মোল্লা বলেন, আমাদের বাপ দাদার জমি। পৌত্রিক সুত্রে আমার দখল কিত জমি থেকে আমার পরিবাকে উচ্ছেদের চেষ্টা চলছে। আমি অসুস্থ কোন জায়গায় চলতে ফিরতে পারিনা। আমরা ন্যায় বিচার দাবি করছি।
এবিষয়ে মোঃ এমদাদুল হক মোল্লা বলেন, ৪০ বছর আগে থেকেই আমরা জমিগুলো ভোগ দখল করে আসছি। আমাদের সব কাগজপত্র আছে। মনোয়ারা বেগম যে অভিযোগ করেছেন সেটা মিথ্যা। আমাদের সম্মানহানি করার চেষ্টা করছেন। তারপরেও আইন আদালত আছে, সেখানে যাক, জমি পেলে দেওয়া হবে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তবে জমির বিষয় হওয়ায় উভয় পক্ষকে বিজ্ঞ আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।