নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রবির বিডি অ্যাপসের ওয়ার্কশপ

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪; সময়: ৫:৩০ অপরাহ্ণ |
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রবির বিডি অ্যাপসের ওয়ার্কশপ

নিজস্ব প্রতিবেদক : ২৭ নভেম্বর ২০২৪ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্তৃক “Monetize your apps & ideas on bdapps” শীর্ষক ওয়ার্কশপ আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, ট্রেজারার প্রফেসর আনসার উদ্দীন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আফসানা তাসনিম এবং ইইই বিভাগের বিভাগীয় প্রধান শাকিল আহম্মেদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং bdapps এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাহির আসেফ, regional operations lead, Rajshahi & Rangpur বিভাগ।

ওয়ার্কশপে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং সেখানে ১ম, ২য় ও ৩য় স্থানধারীদের bdapps এর পক্ষ থেকে পুরস্কার দেয়া হয়। ওয়ার্কশপ শেষে মাননীয় উপাচার্য ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক প্রদান করেন bdapps এর প্রতিনিধি মাহির আসেফ কে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে