মহাদেবপুরে নবম শ্রেণির ছাত্রীকে নিয়ে পরিচ্ছন্নতাকর্মী উধাও
নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী রাব্বী হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার রাইগাঁ উচ্চ বিদ্যালয়ে।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ওই পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আরিফুজ্জামান। পরিচ্ছন্নতাকর্মী রাব্বী হোসেন ওই বিদ্যালয়ের সাবেক নৈশ প্রহরী রাইগাঁ (কানচকুড়ি) গ্রামের আতোয়ার রহমানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ২০২১ সালে ওই বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ পাওয়ার পর থেকেই বিভিন্ন ছাত্রীদের প্রতি কুনজর পড়ে পরিচ্ছন্নতাকর্মী রাব্বীর। এক পর্যায়ে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে গত মঙ্গলবার তাকে নিয়ে উধাও হয়। উল্লেখ্য যে, মাত্র কয়েকদিন আগে ওই বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠায় সাময়িক বরখাস্ত হন তিনি।
এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম শাহ্ বলেন, বিষয়টি জানার পরই তিনি প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানকে অবহিত করেছেন। এ ব্যাপারে আজ (বৃহস্পতিবার ) মিটিং করে পরিচ্ছন্নতাকর্মী রাব্বীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।