শিবগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, ছাত্র-জনতার আন্দোলনে আহত শিক্ষার্থী আসমাউল হুসনা, নাইমুল আকতার পার্থ, ছাত্র আন্দোলনের নেতা আল বসরী সোহান, ফাইয়াজ রহমান তনয়, সাইমুম সাদাব ও শাহাদাৎ হোসেনসহ অন্যরা।
এ সময় স্থানীয় সরকারি কর্মকর্তা ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের রক্তমাখা ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। পরে আহত দুই শিক্ষার্থীকে দেয়া হয় নগদ অর্থ সহায়তা। শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।