শিবগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪; সময়: ৬:৪০ অপরাহ্ণ |
শিবগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, ছাত্র-জনতার আন্দোলনে আহত শিক্ষার্থী আসমাউল হুসনা, নাইমুল আকতার পার্থ, ছাত্র আন্দোলনের নেতা আল বসরী সোহান, ফাইয়াজ রহমান তনয়, সাইমুম সাদাব ও শাহাদাৎ হোসেনসহ অন্যরা।

এ সময় স্থানীয় সরকারি কর্মকর্তা ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের রক্তমাখা ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। পরে আহত দুই শিক্ষার্থীকে দেয়া হয় নগদ অর্থ সহায়তা। শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে