রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪; সময়: ৪:৩৫ অপরাহ্ণ |
রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকনের দেশবিরোধী ষড়যন্ত্র ও ইসকন সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার সুষ্ঠু বিচার ও ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর নগরীর সাহেব বাজহার জিরো পয়েন্টে উলামা ও তাওহিদী জনতার মানব্বন্ধন শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয় । মিছিলটি নগরীর সাহেব বাজার-মনিচত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয় ।

বিক্ষোভ মিছিলে ‘জঙ্গি জঙ্গি, ইসকন জঙ্গি’, ‘ একশন একশন, ডাইরেক্ট একশন’,’আমার সোনার বাংলায়, উগ্রবাদের ঠাই নাই’,’ ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘ মুদীর দালালেরা, হুশিয়ার সাবধান’, স্লোগান দিতে দেখা যায় ।

এসময় বক্তারা বলেন, ইসলাম হত্যা সমর্থন করে না। যারা হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে । আলিফের হত্যাকারীদের ফাঁসি দিতে হবে।

তারা আরও বলেন, উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে । অবিলম্বে ইসকন নিষিদ্ধ না করলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। এ বিক্ষোভ মিছিলকে ঘিরে শহরে পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান জোরদার ছিল।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে