গুরুদাসপুরে মাদক বিরোধী ফুটবল খেলা

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪; সময়: ৯:০৪ অপরাহ্ণ |
খবর > খেলা
গুরুদাসপুরে মাদক বিরোধী ফুটবল খেলা

এসএম ইসাহক আলী রাজু গুরুদাসপুর : মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে এবং যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও নাটোর জেলা প্রশাসনের আয়োজনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৯ নভেম্বর) বিকালে খেলা ধুলায় বাড়বে বল, মাদক ছেড়ে খেলতে চল’-এই প্রতিপাদ্যে সামনে রেখে গুরুদাসপুর উপজেলার খুবজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী ওই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মাদক বিরোধী ফুটবল খেলায় অংশ গ্রহণ করেন নাটোরের নর্থ বেঙ্গল ফুটবল একাডেমী গোপালপুর,লালপুর ও গুরুদাসপুর উপজেলা ফুটবল একাদশ। খেলায় ১-০ গোলের ব্যবধানে গুরুদাসপুর উপজেলা ফুটবল একাদশ নর্থ বেঙ্গল ফুটবল একাডেমী গোপালপুর,লালপুর একাদশকে পরাজিত করে।

খেলা শেষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমান, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মেঘনাথ দাস, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন, জেলা ক্রিড়া কর্মকর্তা তারিকুল ইসলাম, সমাজ সেবক সরদার হাসানুজ্জামান, ক্রিড়া সংগঠক মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বিপ্লব প্রমুখ।

খেলা শেষে বিজয়ী গুরুদাসপুর উপজেলা ফুটবল একাদশ দলের হাতে ট্রফি তুলে দেয়া হয়। এর আগে খেলা দেখার দর্শকদের মাঝে মাদক বিরোধী লিফলেট ও কলম বিতরন করা হয় এবং মাদক বিরোধী শ্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন খেলায় মাঠের চারপাশে লাগানে ছিল।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে