ইসকন নিষিদ্ধের দাবিতে পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪; সময়: ৯:০৭ অপরাহ্ণ |
ইসকন নিষিদ্ধের দাবিতে পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) : উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবীতে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা সাধারণ মুসল্লীদের ব্যানারে নজিপুর বাসস্ট্যান্ড মসজিদের উত্তর গেট হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । মিছিলে ইসকন বিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ নজিপুর পৌর শাখার সেক্রেটারী আখতার ফারুক, ছাত্র শিবিরের নওগাঁ পশ্চিম জেলা শাখার সভাপতি রাকিব প্রমূখ।

বক্তারা বলেন, যারা ইসকনকে ব্যবহার করছে তাদের কে এই দেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে, জঙ্গিবাদী সংগঠন ইসকন কে নিষিদ্ধ করতে হবে। কখনো পেটলারওয়ালা হয়ে, কখনো লুঙ্গি পড়া ছাত্র হয়ে বিভিন্ন রুপ ধরে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে খেলা করছে, আবার তারা ইসকনের উপর ভর করেছে। ফ্যাসিবাদ মুক্ত করতে বাংলাদেশে কোন দলমত নাই, সবাই ঐক্যবদ্ধভাবে এদেশের স্বাধীনতাকে অটুট রাখবো ইনশাআল্লাহ! ইসকনরা যে ঘটনা বাংলাদেশে ঘটিয়েছে এই ঘটনা ভারতে ঘটলে কোন মুসলমান টিকে থাকতে পারতো না, এডভোকেট সাইফুল ইসলাম শহিদ হয়েছেন সারাদেশের মুসলমান ফুঁসে উঠেছে তারপরও কোন হিন্দুর উপর হামলা হয়নি।

এসময় সাইফুলের হত্যাকারীদের সঠিক বিচার করতে হবে। বাংলাদেশ থেকে ইসকনকে দ্রুত নিষিদ্ধ ষোঘণার দাবি করেন মুসল্লিরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে