নওগাঁয় গুণিজন চতুষ্টয় স্মরণ সভা
জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় সামাজিক সাংষ্কৃতিক সংগঠন একুশে পরিষদের উদ্যোগে প্রয়াত চার শিক্ষাবিদ ও গুনিজণের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারি।
অনুষ্ঠানে নওগাঁ সরকারী কলেজের সাবেক উপাধক্ষ শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজুর রহমান, শিক্ষাবিদ, অধ্যাপক নূর উল হক, নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ আলতাফ হোসেন ও আস্তান মোল্লা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ অধ্যাপক মুর্তজা রেজাকে গভীর ভাবে স্মরণ করা হয়।
আলোচকরা বরেণ্য এই চার শিক্ষাবিদের জীবনী ও সৃষ্টিকর্ম তুলে ধরেন। তারা বলেন, শিক্ষিত জাতি ও সুস্থ্য সমাজ গঠনে প্রয়াত গুণি এই শিক্ষকদের অবদান চীর স্মরনীয় হয়ে থাকবে। তাদের লেখনী যুগে যগে সমাজকে সঠিক পথ দেখাবে।
আলোচনায় কবি, লেখক ও গবেষক আতাউল সিদ্দিকী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীন সাংবাদিক নবীর উদ্দিন, সাহিত্যিক আব্দুস সাত্তারসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষক, লেখক, গবেষক, সাংবাদিক, শিক্ষার্থী, সমাজ ও সংষ্কৃতি কর্মিসহ সুধীজনেরা অংশ নেন।