দাবি-দাওয়ার পেছেনে অন্য শক্তি কাজ করছে : খসরু
পদ্মাটাইমস ডেস্ক : দেশের চলমান পরিস্থিতিতে বিভিন্ন দাবি দাওয়া আসছে বিভিন্ন মহলের পক্ষ থেকে। এই দাবি-দাওয়ার পেছেনে অন্য শক্তি কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে গণফোরামের ৭ম কাউন্সিলে তিনি এ কথা বলেন।
খসরু বলেন, ধর্মের নামে যে ঘটনাগুলো ঘটছে, তা গভীরভাবে দেখতে হবে। সাবধান থাকতে হবে। যেসব ঘটনা ঘটছে, তা কাম্য নয়। যারা ১৬ বছরে রাস্তায় নামেননি, এখন তারা নামছেন। তাদের দাবি-দাওয়ার পেছেনে অন্য শক্তি কাজ করছে। তাদের কোনো চালিকাশক্তি আছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জাতি হিসেবে দেশকে যে স্থানে নিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছে, আমরা যেনো সেখানে নিতে পারি। বিগত দিনে এমনটা ছিল না বলেই দৈত্য সৃষ্টি হয়েছিল। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর ছাড়া আর কোনো পথ নয়। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে।
দেশের বিভিন্ন স্থানে ধর্মের নামে ঘটা ঘটনাগুলো গভীরভাবে পর্যালোচনা করতে হবে বলেও মনে করেন তিনি।
বিএনপির এ নেতা বলেন, ‘সংস্কারের কথা যারা বলেন, বহু আগেই আমরা ৩১ দফা তুলে ধরেছি। আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে তা হবে জাতীয় সরকার। সেই সরকার এই ৩১ দফা বাস্তবায়ন করবে। তাই বলছি, সংস্কার নিয়ে কারও চিন্তা করার দরকার নেই। নির্বাচনী সংস্কার করে বাংলাদেশের মালিকানা দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে।’