স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমিরাতে মুক্তি পাচ্ছেন ৫৫৯৬ কয়েদি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪; সময়: ৮:৪২ পূর্বাহ্ণ |
খবর > আন্তর্জাতিক
পদ্মাটাইমস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবসকে ঘিরে প্রতি বছরের মতো এবারও আমিরাতজুড়ে প্রায় ৫ হাজার ৫৯৬ জনের বেশি কয়েদিকে মুক্তি দেওয়া হচ্ছে।
আবুধাবি ২২৬৯, দুবাই ১১৬৯, আজমান ৩০৪, ফুজাইরাহ ১১৮, শারজাহ ৬৮৩, রাস আল-খাইমাহ ১০৫৩ এবং উম্ম আল-কাইওয়াইনের শাসক বহু সংখ্যক কয়েদিকে মুক্তির নির্দেশ দিয়েছেন।
মুক্তি পাওয়া কয়েদিরা জেল অভিজ্ঞতা থেকে নতুন জীবন শুরু করবে। সুনাগরিক হিসেবে পরিবার পরিজন ও সম্প্রদায়ের কাছে ফিরে যাবে। এ জন্যই তাদের মুক্তি দেওয়া হয়।
সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিল সদস্য এবং শাসকরা দেশের জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তির আদেশ দিয়ে থাকেন।