পোরশায় খাদ্য বিষক্রিয়ায় ৭ গরুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় খইল মেশানো পানি খেয়ে বিষক্রিয়ায় ৭টি গরু মারা গেছে বলে জানাগেছে। এঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতোয়া গ্রামে। গরুর মালিক আফজালের ছেলে আব্দুল করিম জানান, বেশ কিছুদিন পূর্বে তিনি ১৫টি গরু নিয়ে পারিবারিকভাবে একটি খামার শুরু করেছিলেন।
শুক্রবার দুপুরের পূর্বে তার চাচা ফজলুর রহমান খামারে রাখা গরু গুলিকে আগে থেকেই পানিতে ভিজে রাখা খইল পর্যায়ক্রমে খাওয়ান। এর কিছুক্ষন পরই গরুগুলি কাঁপতে থাকে এবং ১০-১২ মিনিটের মধ্যে ৭টি গরু মারা যায়। তবে তার ধারনা কেউ ওই খইল পানি মেশানো খাদ্যগুলির মধ্যে আগে থেকেই বিষ মিশিয়ে রেখেছিল। ফলে সেগুলো খাওয়ার পরই গরু গুলি মারা যায়। গরু গুলির আনুমানিক মুল্য প্রায় ৫ লাখ টাকা।
এবিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক ভাবে খাদ্য থেকে সৃষ্টি হওয়া বিষক্রিয়ায় গরু গুলি মারাগেছে বলে তিনি ধারনা করছেন। তবে খাদ্য গুলি পরীক্ষা কারার পরে গরুগুলি মারা যাওয়ার ঘটনা নিশ্চিত জানাযাবে বলে তিনি জানান।