রাবিতে আরইউইসি’র ভাষা ও শিক্ষা বিষয়ক সেমিনার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২০; সময়: ৫:১১ অপরাহ্ণ |
রাবিতে আরইউইসি’র ভাষা ও শিক্ষা বিষয়ক সেমিনার

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : দেশের শিক্ষা বিষয়ে প্রথম স্বতন্ত্র ক্লাব রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের (আরইউইসি) ‘শিক্ষা-ভাষা-সংস্কৃতি’ শিরোনামে মাসিক আলোচনা সভার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ৩০৬ নং কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচকের বক্তব্যে ছোট কাগজ চিহ্ন’র সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শহীদ ইকবাল বলেন, ভাষা, শিক্ষা ও সংস্কৃতি একে অপরের সাথে সংযুক্ত। ভাষার মাধ্যমেই জীবনের যোগ নির্ধারিত হয়। শিক্ষার সবচেয়ে বড় উপাদানও ভাষা আর সংস্কৃতি। সময়ের ব্যবধানে ভাষা একই রকম থাকছে কিন্তু চিন্তা ও শিক্ষা বদলাচ্ছে। শিক্ষার প্রধান কাজ হল ভালো মানুষ তৈরি করা। কিন্তু বর্তমান শিক্ষানীতি মূল্যবোধের জায়গাকে দূর্বল করে দিচ্ছে। তাই আমাদের শিক্ষার মূল উদ্দ্যেশ্য বুঝতে হবে। মূল্যবোধকে জাগ্রত করার শিক্ষা গ্রহণ করতে হবে।

ক্লাবের উপদেষ্টা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক রুবাইয়াৎ জাহান বলেন, ছাত্ররা শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় নির্ণায়ক। শিক্ষার সমস্যাগুলো তুলে ধরার জন্য প্লার্টফর্ম আমাদের দেশে অনেক কম। এডুকেশন ক্লাব এক্ষেত্রে অনেক বড় একটি প্লার্টফর্ম। এর মাধ্যমে ছাত্ররা তাদের ধারণাগুলো পলিসি লেভেলে পৌছাতে পারবে।

ক্লাবের উপদেষ্টা ও আইইআরের সহকারী অধ্যাপক গৌতম রায় বলেন, শিক্ষা নিয়ে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টকে এই ক্লাবের সাথে যুক্ত করতে হবে। ক্লাবকে বিশ্ববিদ্যালয়ের বাইরেও ছড়িয়ে দিতে হবে। সমাজের প্রতিটি মানুষের মাঝে যখন শিক্ষার ভাবনা চলে আসবে তখনি শিক্ষায় সফলতা আসবে।

ক্লাবের সদস্য রেজওয়ানুল আলম রিজভীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন আইইআরের সহযোগী অধ্যাপক হ্যাপী কুমার দাস, পেট্রোনাস এডুকেশনের রাজশাহী শাখার ব্যবস্থাপক আহসান হাবিব ও আরইউইসি’র আহ্বায়ক খুর্শিদ রাজীব। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে