ধর্ষণের প্রতিবাদে রাবিতে সংহতি সমাবেশ
জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) সংহতি সমাবেশ করেছে ছোটকাগজ ‘উত্তরণ’র লেখক-পাঠকরা। সোমবার বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার’ ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ২০১৮ সালে দেশে ধর্ষণের শিকার হয়েছে প্রায় ৭১৩ জন, ২০১৯ সালে ১০২০ জন। এভাবে প্রতিনিয়ত ধর্ষণের হার বেড়েই চলেছে। কিন্তু এ সামাজিক ব্যাধিকে প্রতিরোধের জন্য আমরা কোন উদ্যোগ গ্রহণ করছি না। নারীকে মানুষ হিসেবে দেখতে হবে। যারা নারীদের ধর্ষণ এর পিছনে পোশাককে দায়ী করেন, তারা যেন শিশু-বৃদ্ধা ধর্ষণ এর কারণ উন্মোচন করেন। সকল নারীর নিরাপত্তার দাবী নিশ্চিত করতে ধর্ষণের হার কমানোর জন্য দেশের আইন প্রণেতা এবং সরকারকে এগিয়ে আসতে হবে।
কাগজটির প্রধান সমন্বয়ক মহব্বত হোসেন মিলন বলেন, ধর্ষণের পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বিচারহীনতা। বিচারহীনতার ফলে একজন ধর্ষণের শিকার নারী আত্মহত্যার মতো পথ বেছে নেয়। ধর্ষণ কমিয়ে আনার জন্য সকলের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
উর্দু বিভাগের শিক্ষার্থী মিরান শাহ মুন্না এর সঞ্চালনায় বক্তব্য দেন রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, দর্শন বিভাগের শিক্ষার্থী রাইসা জান্নাত প্রমুখ। সমাবেশে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।