রাবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২০; সময়: ৬:২৫ অপরাহ্ণ |
রাবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রাবি : ‘পড়ব  বই, গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগ ও কেন্দ্রীয় গ্রন্থাগার যৌথভাবে এর আয়োজন করে।

শোভাযাত্রার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, জ্ঞানভিত্তিক আধুনিক সমাজ বিনির্মাণে ও আলোকিত মানুষ গড়তে গ্রন্থাগারের ভূমিকা অপরিহার্য। তথ্য প্রযুক্তির যুগেও বিশ্বব্যাপী জ্ঞান অর্জনের অন্যতম সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গ্রন্থাগারের পাঠক সেবা, তথ্য সেবা, গবেষণা কার্যক্রমসহ প্রাসঙ্গিক অন্যান্য সেবা পাওয়ার বাধাহীন সুযোগ থাকায় গ্রন্থাগারকে জনগণের বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে। এজন্য গ্রন্থাগারকে গতানুগতিক ধারার বই পড়ার স্থান না বানিয়ে গবেষণাগার হিসেবে জ্ঞান সৃষ্টির চর্চা করতে হবে।

কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক সুভাষ চন্দ্র শীল বলেন, কোন জাতিকে সমৃদ্ধ করতে হলে প্রথমে সেই দেশের গ্রন্থাগারকে সমৃদ্ধ করতে হবে। ঠিক  এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা জাতীয় গ্রন্থাগার দিবস পালন করছি।

এসময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক মো. খালিদ আলম প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে