কোথায় করোনা আক্রান্ত বেশি, জানাবে গুগল ম্যাপ
পদ্মাটাইমস ডেস্ক : পৃথিবী যখন করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত, তখন মানুষের সাহায্য করতে নিজেদের ম্যাপে একের পর এক নতুন ফিচার যুক্ত করছে গুগল। সম্প্রতি গুগল ম্যাপএ বেশ কয়েকটি ফিচার যুক্ত হয়েছে, যার সাহায্যে মানুষ কোনো এলাকা সম্পর্কে সঠিক তথ্য পাবেন। অর্থাৎ কোন এলাকায় মানুষ জটলা করছে বা কোন জায়গায় করোনা ভাইরাসের প্রভাব অধিক প্রভৃতি। এই সার্ভিস গুগল ম্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি প্ল্যাটফর্মের জন্যই উপলব্ধ।
স্থানীয় বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির থেকে গুগল এই তথ্যগুলি সংগ্রহ করে আপনাদেরকে জানাচ্ছে। এই সার্ভিস ব্যবহার করতে হলে আপনাদের প্রথমে যেকোনো একটি ট্রিপের ডাইরেকশন দেখতে হবে। সেখানেই আপনারা জানতে পেরে যাবেন কোন জায়গায় ভিড় বেশি অথবা করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি রয়েছে। বর্তমানে এই সার্ভিস আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কলম্বিয়া, ফ্রান্স, ভারত, মেক্সিকো, নেদারল্যান্ড, স্পেন, থাইল্যান্ড, গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রতে নিয়ে আসা হচ্ছে।
এছাড়াও আপনারা এবার থেকে গুগল ম্যাপে করোনা ভাইরাস টেস্টিং সেন্টার দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশন আপনাকে একটি করে অ্যালার্ট দেবে যাতে আপনারা এলিজিবিলিটি এবং ফেসিলিটি গাইডলাইনস দেখতে পাবেন।