শিথানে ঝরা পাতা

প্রকাশিত: মার্চ ১২, ২০২১; সময়: ৪:৪০ অপরাহ্ণ |
শিথানে ঝরা পাতা

গ্লাস ভর্তি বিষন্নতা
এক চুমুকেই গিলে ফেলি,
থরথর হাওয়ায় নড়বড়ে গাছ
ঝরা পাতার দীর্ঘ র‍্যালি।

ঝরা ফুলের দীর্ঘশ্বাস
ভেসে আসে বাতায়নে ,
ঝরা পাতার আহাজারি
জেগে থাকে শিথানে।

হাওয়ার পালকি করে
আসে না তো সুদিনের বার্তা,
মগজ ভর্তি দুঃস্বপ্ন
মাথার উপর মেলে ছাতা।

পাখির পালকে পালকে
খুঁজি তবু মাতাল শ্লোগান,
সদ্যোজাত ফুলের কুঁড়িতে খুঁজি
শিল্পময় জীবনের গান।

এক একটা দীর্ঘশ্বাস
এক একটা দীর্ঘ রাত্রির সমান,
এক একটা বেঁচে থাকার আশ্বাস
এক একটা মেঘ, থমথমে অভিমান!

কবি : মনিরুজ্জামান মুন

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে