অবলা-১

প্রকাশিত: মে ২৩, ২০২১; সময়: ৮:৩৩ অপরাহ্ণ |
অবলা-১

যে আমাকে ছুঁলোই না সে
কেমন বাঘ! সে কেমন বাঘ!!
নাকি আমি ঘাটের মড়া
ছুঁলে বাঘের জাত চলে যায়

ডুবার মতো অতলই নাই
তবু জলের বাহাদুরি
ভুলসাঁতারু বলে আমায়
আসতে বলে নৌকা করে

মরার কোনো আড়ালই নাই
তবু বনের কী অভিমান
নকল তো তার পোষা বাঘও
পায় না খেতে, হালুম শুধু।

আসব না আর, ও জল তুমি
একলা স্বদেশ ভাসিয়ে নিয়ো
অনেক ভীড়েও মরব একা
বনের আড়াল নেই প্রয়োজন!

তবুও বাঘ মাংশাসি হও
জাত খোয়ানোয় কী লাভ আসে
ঠিক করো তা- বনের রাজা
থাকবে নাকি সং সার্কাসে ?

কবি : সজল ছত্রী (ফেসবুক থেকে সংগৃহিত)

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে