নিজ ক্যাম্পাসের ভিসি চেয়ে ইবিতে ফের আন্দোলন
নিজস্ব প্রতিবেদক, ইবি : ২৪ এর গণঅভ্যুত্থানের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এখনো উপাচার্য নিয়োগ হয়নি। স্থবিরতা কাটাতে দ্রুততম সময়ে নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চেয়ে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে সমবেত হয়।
এসময় শিক্ষার্থীদের হাতে ‘আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান’,‘বসন্তের কোকিলেরা হুশিয়ার সাবধান’,‘ভাড়া করা ইবির ভিসি, মানি না মানবো না’,‘উড়ে এসে জোড়ে বসা, ইবির ভিসি মানি না’,‘দুর্দিনে ছিলেন যারা, ইবির ভিসি হবেন তারা’,‘এক দফা এক দাবি, আমার ক্যাম্পাস আমার ভিসি’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। কোনো লেজুড়বৃত্তিক রাজনৈতিক দলের হাতে এই স্বাধীনতা তুলে দিতে চাই না।
এই স্বাধীন দেশে স্বৈরাচারী শেখ হাসিনার কোনো এজেন্টকে উপাচার্য হিসেবে চাই না। স্বাধীন দেশে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না। আমরা এমন একজন ভিসি চাই যিনি আমাদেরকে বুঝবেন এবং আমাদের শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবেন।
আরও বলেন, এমন কাউকে ভিসি হিসেবে চাই, যিনি আন্দোলনে আমাদের সমর্থন দিয়েছে। ক্যাম্পাসের বাইরের কেউ এসে আমাদের এখানে উড়ে এসে জুড়ে বসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো।
তাই আমাদের দাবি আমাদের ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক উপাচার্য হিসেবে এসে আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করবে। তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের কাউকে ভিসি হিসেবে চাচ্ছি আমরা।