একবার হলেও বেঙ্গালুরুকে শিরোপা জেতাতে চান কোহলি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪; সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ |
খবর > খেলা
একবার হলেও বেঙ্গালুরুকে শিরোপা জেতাতে চান কোহলি

পদ্মাটাইমস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম আসর থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। দলটির ইতিহাসের অন্যতম সেরা পারফর্মার এই ব্যাটার। আসরের সেরা রান সংগ্রাহকও তিনি। তবে কখনোই শিরোপা ছোঁয়া হয়নি তার। সেই আক্ষেপ এবার ঘুচাতে চান কোহলি।

২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বেঙ্গালুরু এবারও ধরে রেখেছে কোহলিকে। তার পারিশ্রমিক এবার ২১ কোটি রুপি। আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০ কোটি রুপির বেশি পাচ্ছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার বেঙ্গালুরুর ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘আরসিবি আবারও আইপিএলের তিন বছরের চক্রের জন্য আমাকে ধরে রেখেছে। আমি বরাবরের মতোই রোমাঞ্চিত। সকলেই জানে আমার কাছে আরসিবির গুরুত্ব ঠিক কতটা। এত বছর ধরে এটি স্পেশাল এক সম্পর্ক, যা আরও শক্তিশালী হতে চলেছে। আরসিবির হয়ে খেলার অভিজ্ঞতা সত্যিই বিশেষ কিছু।’

শিরোপা জেতার লক্ষ্যের কথা জানিয়ে কোহলি বলেন, ‘অবশ্যই লক্ষ্য হলো পরের চক্রে অন্তত একবার শিরোপা জেতা এবং আমরা সবসময়ের মতো আমাদের সেরাটা দেব। আমরা যেভাবে আমাদের ক্রিকেট খেলি তাতে সবাইকে গর্বিত করার চেষ্টা করব।’

‘বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে সমর্থনের জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা। আমি সত্যিই কৃতজ্ঞ এবং খুব শিগগিরই এম চিন্নাস্বামীতে (বেঙ্গালুরুর ঘরের মাঠে) আপনাদের সঙ্গে দেখা হবে।’-যোগ করেন তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে