নিজের জীবনের দুঃসহ স্মৃতি শেয়ার করলেন মণীষা

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪; সময়: ৪:০২ অপরাহ্ণ |
খবর > বিনোদন
নিজের জীবনের দুঃসহ স্মৃতি শেয়ার করলেন মণীষা

পদ্মাটাইমস ডেস্ক : ক্যানসারে আক্রান্ত হওয়ার দিনগুলো এখনো স্মৃতিতে জ্বলজ্বল করছে। কঠিন সময় পার করে ফের অভিনয় জগতে ফিরেছেন বলিউড অভিনেত্রী মণীষা কৈরালা। কিন্তু সেই সময় ভাবতে পারেননি, আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সেই স্মৃতি উজাড় করে দিলেন অভিনেত্রী।

মণীষা বলেন, ২০১২ সালে জরায়ুর ক্যানসার ধরা পড়ে। আমি জানতাম না, আমি ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছি। নেপালে ছিলাম তখন। খুব আতঙ্কিত হয়ে পড়ি। হাসপাতালে দু-তিনজন চিকিৎসকের সঙ্গে কথা বলার পর ভেবেছিলাম- আমি হয়তো আর বাঁচব না।

ক্যানসারের চিকিৎসা করাতে নিউইয়র্কে গিয়েছিলেন অভিনেত্রী। দীর্ঘদিন সেখানে ছিলেন। ১১ ঘণ্টার অস্ত্রোপচার সফল হওয়ার পর কেমোথেরাপি শুরু হয়। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেন, আমার মা নেপাল থেকে রুদ্রাক্ষ নিয়ে এসেছিলেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ে সেই রুদ্রাক্ষ চিকিৎসককে দিয়েছিলেন। জানি না অস্ত্রোপচারের সময় কীভাবে সেটি তিনি সঙ্গে রেখেছিলেন। তবে সফল অস্ত্রোপচারের পর তিনি বেশ অবাক হয়েছিলেন। আমিও চিকিৎসায় সাড়া দিয়েছিলাম।

ক্যানসারের জন্য এখন আগের মতো গতিতে কাজ করতে পারেন না মণীষা। মানসিকভাবেও মাঝে মাঝে অস্বস্তি হয় তার। এ অভিনেত্রী বলেন, ক্যানসারের পর থেকে আমার শরীর কীভাবে আমার মনের ওপর প্রভাবে ফেলে তা বুঝতে পারি। ‘হীরামন্ডি’ করার সময় আমার মেজাজ প্রায়ই খারাপ হতো। সম্প্রতি সঞ্জয় লীলা বানশালির ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’-তে দেখা গেছে মণীষা কৈরালাকে।

এর আগে ২০১২ সালে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হন মণীষা। ক্যানসার ধরা পড়ার পর স্বাভাবিকভাবেই পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল এ অভিনেত্রীর। তিনি ভেবেছিলেন, এ পৃথিবীতে তিনি আর বেশি দিন নেই। শিগগিরই জীবনের ইতি হতে চলেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে