যা পেয়েছি তা স্মৃতির চেয়েও বেশি : অপরাজিতা

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪; সময়: ৩:৩৬ অপরাহ্ণ |
খবর > বিনোদন
যা পেয়েছি তা স্মৃতির চেয়েও বেশি : অপরাজিতা

পদ্মাটাইমস ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পর্দায় তার সরব উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। ছোট পর্দা বড় পর্দা—দুটিতেই সফল তিনি। অভিনয় দক্ষতা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। তবে ইদানীং বারবার সেই চেনা ইমেজ ভেঙেচুরে একেবারে নতুনভাবে ধরা দিচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব হয়েছেন তিনি। তার জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার-অনুষ্ঠান। নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্তও উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে।

তেমনই এবার দক্ষিণ ফ্রান্সের উপকূলে, সমুদ্রের একেবারে কোল ঘেঁষে অবস্থিত আদুরে শহর ক্যাসিস নিয়ে একটি সুন্দর পোস্ট করেছেন অপরাজিতা। তুলে ধরলেন সেই জায়গায় কাটানো এক টুকরো স্মৃতি।

ছোট্ট একটা শহরের বর্ণনা যে এমন ভাবে করা যায়, তা অনেকেই হয়তো ভাবতে পারবেন না। অভিনেত্রীর মন ছুঁয়ে যাওয়া সেই শহরকে তিনি ‘কিশোরী তন্বীর মতো গড়ন’ রূপে বর্ণনা করেছেন।

অপরাজিতা কথায়, বৃহৎ হওয়ার গরিমা নেই, তাই ছিমছাম হওয়ার লাবণ্য এসেছে খুব সহজেই। এই শহর যেন সে কথাই বলে যাচ্ছে প্রতিক্ষণে। সব মিলিয়ে ক্যাসিসকে যেন ভুলতেই পারছেন না অভিনেত্রী। তাই অপরাজিতা লিখেছেন, ‘যা পেয়েছি সেই রসদ যে স্মৃতির চেয়েও সত্যিই বেশি।’

তিনি লিখেছেন, ‘ছোট ছোট পাথুরে ঘরবাড়িগুলো যেন মোম রঙে সাজানো জলছবি। পাথর বাঁধানো রাস্তা থেকে যেদিকে দু’চোখ যায়, শুধু নীল আর নীল। সমুদ্রের নীল আর আকাশের নীল মিলেমিশে একটা নীলাভ স্বপ্নের ছায়া শহরটার মুখের উপর। পাটভাঙা রোদ্দুরে গা ধুয়ে নিতে পারো সহজেই।’

শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এই শহরের বুকে বাণিজ্যও যেন এক অন্য রূপ নিয়েছে বলে মত অপরাজিতার। অভিনেত্রীর ভাষ্য, ‘এক পা, দু’ পা এগোলেই ছোট ছোট ক্যাফেদের কলতান, আন্তরিকতার গন্ধে ভরা ধোঁয়া ওঠা কফির কাপ। কী বলেছিল সেই সব পেয়ালার অবসর আজও মনে আছে, আবার এসো কিন্তু আমায় ভুলো না।’

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে