১৬ মাস পর মাঠের ক্রিকেটে ‘সিলেট রকেট’

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪; সময়: ৫:০৫ অপরাহ্ণ |
খবর > খেলা
১৬ মাস পর মাঠের ক্রিকেটে ‘সিলেট রকেট’

পদ্মাটাইমস ডেস্ক : ক্যারিয়ারে ফর্মের তুঙ্গে ছিলেন পেসার এবাদত হোসেন। অ্যালান ডোনাল্ড এই পেসারের নাম দিয়েছিলেন সিলেট রকেট। সেই তিনি সবশেষ ভারত বিশ্বকাপের আগে আফগানিস্তান সিরিজে লিগামেন্টে চোট পান। যেই চোটে দীর্ঘ ১৬ মাস মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। তবে আশার কথা, অবশেষে মাঠের ক্রিকেটে ফিরেছেন এই পেসার।

আজ জাতীয় লিগের ম্যাচে সিলেটের হয়ে মাঠে নেমেছেন এই তারকা পেসার। যেখানে নিজেকে পুনরায় প্রস্তুত করে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার স্বপ্ন দেখছেন তিনি।

এর আগে আফগানিস্তান সিরিজে চোট পাওয়ার আগে ১২ ওয়ানডেতে ২২ উইকেট শিকার করে বাংলাদেশের অন্যতম প্রধান অস্ত্রে পরিণত হন এবাদত। পরে এই পেসার চোটের কারণে যেতে পারেননি ভারত বিশ্বকাপে। সে সময় অধিনায়ক সাকিব আল হাসান এবাদতের না থাকা নিয়ে অনেক আক্ষেপ করেছিলেন।

এরপর অস্ত্রোপচার ও পরে পুনর্বাসন প্রক্রিয়া শেষে অবশেষে মাঠের ক্রিকেটে ফিরেছেন এবাদত। মাঝে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন। ভারত সফরে গিয়েছিলেন দলের সফর সঙ্গী হয়ে। তবে স্কোয়াডে ছিলেন না তিনি। এবার তাই জাতীয় লিগ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরছেন এ পেসার।

মাঠের ক্রিকেটে ফেরা নিয়ে ফেসবুকে এবাদত লিখেছেন, ‘১৬ মাস পর ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার ক্রিকেটে যাত্রা শুরু করছি। আমি আমার পরিবার-বন্ধু এবং যারা আমাকে যাত্রায় সাহায্য করেছেন এবং আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে, বিসিবির ফিজিও/কোচ ও বিসিবি কর্মকর্তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দোয়া করবেন সবাই। ’

কক্সবাজারের একাডেমি মাঠে আজ খুলনার বিপক্ষে সিলেট বিভাগের হয়ে মাঠে নেমেছেন এবাদত। যদিও এখনও বল হাতে নিয়ে দৌড়াতে পারেননি তিনি। কেননা, তার দল সিলেট টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে