বড়াইগ্রামে টিসিবির পণ্য বিতরন নিয়ে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪; সময়: ৬:০৬ অপরাহ্ণ |
বড়াইগ্রামে টিসিবির পণ্য বিতরন নিয়ে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে টিসিবির কার্ড বন্টনকে কেন্দ্র করে বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রুবেল হোসেন নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় ওই ঘটনা ঘটে। রুবেলকে উদ্ধার করে বনপাড়ায় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, এবারের টিসিবি কার্ড উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শামসুল আলম রণি ও জামায়াত নেতাদের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে। বুধবার বিতরণ কার্যক্রম নিয়ে রণির চাচা ইউপি সদস্য বেলালের সাথে সাবেক ইউপি চেয়ারম্যান আজহার আলী খলিফার ছেলে উপজেলা সেচ্ছাসেব দলের সাধারণ সম্পাদক শহিন খলিফার সমর্থক সামাদ মেম্বরের বিতর্ক হয়। এর একপর্যায় দেশীয় লাঠিসোটা নিয়ে সংঘর্ষ শুরুহলে পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার মুলাডুলি, ফরিদপুরের কিছু টোকাই মাস্তান গুলি চালাতে শুরু করে। এতে রুবেল হোসেন নামে শাহিন গ্রুপের এক বিএনপি কর্মীর ডান হাতে গুলিবিদ্ধ হন।

শাহিন খলিফা বলেন, রণির চাচা ইউপি সদস্য বেলাল হোসেন টিসিবির কার্ড দিয়ে ১ হাজার টাকা করে চাঁদা নিচ্ছিলেন। আমরা প্রতিবাদ করায় রণির লোকেরা সংঘর্ষে জড়ায়। তাদের ভাড়াটিয়া গুন্ডারা অবৈধ অস্ত্র নিয়ে হামলা করে।
শামসুল আলম রণি বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। মুখে বললেই হবে না। আর কার্ড দিয়ে কাটা নেওয়ার প্রমান দিতে পারলে নাকে খতদিয়ে রাজনীতি ছেড়ে দেবো।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে