আলতাদীঘিতে প্রাণ ফেরাতে উদ্যোগ নেয়া হয়েছে : আমীর হোসেন
জেষ্ঠ্য প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদীঘি শালবন জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী।
দুই দিনের সফরে উত্তারাঞ্চলে এসে আজ দুপুরে তিনি আলতাদীঘি পরিদর্শনে যান। এসময় জাতীয় উদ্যানের প্রাকৃতিক শালবন, দীঘি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে প্রধান বন সংরক্ষক সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে বলেন, আলতাদীঘি শালবন জাতীয় উদ্যানের জীববৈচিত্র সংরক্ষনে বন বিভাগের বিশেষ নজরদারী রয়েছে। বনাঞ্চল ও দীঘির পাড়ে সম্প্রতি দেশীয় ১০১ প্রজাতির ফল ও ফুল গাছের চারা রোপন করা হয়েছে।
উদ্যানে আগত দর্শনার্থীদের সুবিধার্থে অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে উল্লেখ করে তিনি আরো বলেন, গৃহীত প্রকল্প বাস্তবায়ন হলে বন্যপ্রাণীর অভয়াশ্রয় হয়ে উঠবে আলতাদীঘি শালবন। জাতীয় উদ্যানে প্রাণ ফিরবে।
পরিদর্শনকালে সেখানে সামাজিক বনাঞ্চল বগুড়া সার্কেলের বন সংরক্ষক সুবেদার ইসলাম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্, সহকারী বন সংরক্ষক মেহেদিজ্জামান, পাইকবান্দা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান, ধামইরহাট বনবিট কর্মকর্তা আনিসুর রহমান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।