শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২০; সময়: ১২:১১ অপরাহ্ণ |
শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : হাড় কাঁপানো শীতে যখন দুস্থ ও অসহায় মানুষ কষ্টের রাত কাটাচ্ছে ঠিক এমনি সময় নিজ হাতে ঘরে ঘরে গিয়ে শীতার্তদের মাঝে কম্বল পরিয়ে দিচ্ছেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

তার এই মহতী উদ্যোগ দরিদ্র জনগণের মাঝে সাড়া ফেলেছে। সকাল থেকে রাত পর্যন্ত গোদাগাড়ী উপজেলার বিভিন্ন প্রান্তে ছুটে ভিন্ন ভিন্ন ভিন্ন দিনে এই কম্বল বিতরনের কাজটি করে করে চলেছে।

মঙ্গলবার গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ও দেওপাড়া ইউনিয়নের আদিবাসী অধ্যুষিত এলাকায় তাদের ঘরে ঢুকে নিজ হাতে একটি করে কম্বল শীতার্তদের গায়ে জড়িয়ে দেন।

তিনি বিভিন্ন এলাকায় প্রান্তে ছুটে গিয়ে হাসিমুখে কথা বলছেন এবং জনসেবার কাজ করে চলেছে।

কম্বল পাওয়া এক নারী আদিবাসী বলেন প্রচন্ড ঠান্ডায় আমাদের দিন কাটছে হঠাৎ চেয়ারম্যান এর আগমনে একটি কম্বল পাওয়ায় অনেক খুশি হয়েছি।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, পৌর লীগের সভাপতি আলহাজ উদ্দিন বিশ্বাস, উপজেলা যুগলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, এবার প্রচন্ড শীত তাই শীতার্তদের উপজেলা পরিষদের না ডেকে নিজে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করছি যাতে তারা সামান্যতম হলেও স্বস্তি পাই। শুধু কম্বল বিতরণ নয় তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে জনগণের পাশে থেকে সেবা করতে চান বলে জানান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে