গোদাগাড়ীতে শহীদ ইসমাইল হোসেনের স্মরণসভা

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২০; সময়: ১২:১৫ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে শহীদ ইসমাইল হোসেনের স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুর গ্রামের বাসিন্দ ও সাবেক যুবলীগ নেতা শহিদ ইসমাইল হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুল গফুরের সভাপতিত্বে এই স্মরণসভা ও দোয়মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, দেওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগ ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট গ্রহনের দিন স্থানীয় শহিদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি সংঘের সভাপতি ও সাবেক যুবলীগ নেতাকে স্থানীয় বিএনপি জামায়াতের সন্ত্রাসীবাহিনী ভোট কেন্দ্রে হাতুড়ী, দা- চাপাতিসহ অস্ত্রসর্জিত হয়ে ইসমাইল ও তার ছেলের উপর হামলা চালাই। এতে করে পিতা-পুত্র মারাত্নক আহত হয়। পরদিন সকালে ইসমাইল হোসেন রাজশাহী মেডিকেলে মৃত্যু হয়। মঙ্গলবার এক বছর পুর্ণ হওয়াতে তার স্মরণে আওয়ামীলীগের নেতৃবৃন্দ স্মরণ সভায় আয়োজন করে এতে অনেক মানুষের সমাগম হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে