রাজশাহীতে নতুন বইয়ের ছোয়াই উল্লাসিত শিক্ষার্থীরা

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২০; সময়: ৩:২০ অপরাহ্ণ |
রাজশাহীতে নতুন বইয়ের ছোয়াই উল্লাসিত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : উৎসবের মধ্যে দিয়ে নতুন পাঠ্যবই হাতে পেলো রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। বুধবার সকালে নগরীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে বছরের প্রথম দিন ঝকঝকে পাঠ্যবই হাতে পেয়ে দারুণ খুশি ক্ষুদে শিক্ষার্থীরা।

বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন, বিশিষ্ট সমাজসেবী ও নগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন আহমেদ এবং পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী বলেন, নতুন এই বছরটি আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। কারণ এই বছরটি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।

তিনি আরো বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীরা হাতে নতুন বই পাবে আওয়ামী লীগ সরকারের আগের কোনো সরকার কল্পনাও করেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার তা বাস্তবায়ন করে দেখিয়েছে। দেশের সামগ্রিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলেও উল্লেখ করেন রেনী।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে রেনী বলেন, ভালোমতো পড়াশোনা করে বাবা-মা ও দেশের নাম উজ্জ্বল করতে হবে এবং দেশের উন্নয়ন করতে হবে। দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসতে হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে