মান্দায় বই উৎসব
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব পালন করা হয়েছে। নববর্ষের প্রথমদিন বই বিতরণকে ঘিরে বিদ্যালয়গুলোতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে উঠেন শিক্ষার্থীরা।
এ উপলক্ষে মান্দা থানা আদর্শ বিদ্যালয় ও কলেজ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ইউএনও (ভারপ্রাপ্ত) এসএম হাবিবুল হাসান, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, সহকারি প্রধান শিক্ষক অনুপ কুমার মহন্ত প্রমুখ।
এদিন সকাল ১০টায় উপজেলা কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ইউএনও (ভারপ্রাপ্ত) এসএম হাবিবুল হাসান, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কামরুজ্জামান সরদার, প্রধান শিক্ষক কান্তি কুমার সরকার প্রমুখ।
এছাড়া উপজেলার গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ, রেবা আখতার আলিম মাদরাসা, গোয়ালমান্দা উচ্চ বিদ্যালয়, বুড়িদহ উচ্চ বিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।