নওগাঁয় ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২০; সময়: ৫:৪৯ অপরাহ্ণ |
নওগাঁয় ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ডাক্তারের ভুল চিকিৎসায় ইতি নামের এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। নিহত ইতি (২৫) শহরের চকরামপুর এলাকার পিয়াসের স্ত্রী।আজ ০১ জানুয়ারি সকাল ৮টায় নিহত ইতির প্রসব ব্যাথা অনুভব করলে তাঁর পরিবারের পক্ষ থেকে নওগাঁ ডায়াবেটিস সমিতি হাসপাতালে ভর্তি করানো হয়। সকাল ১০টায় ইতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ২ঘন্টা পার হলেও যখন অপারেশন থিয়েটার থেকে বের করা না হলে পরিবারের মানুষ জানতে চাইলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নিহতের মামা জানিয়েছেন- তাঁর ভাগ্নি অসুস্থ ছিলেন না । নিজে পায়ে হেটে তিনি হাসপাতলে এসেছেন। ডাক্তারের অপারেশন টেবিলে দেরি দেখে পরিবারের মানুষ কারন জানতে চাইলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

তিনি বলেন- ডাক্তার আঞ্জুমান আরা বেগম তিনি অপারেশন করেছিলেন । দেরি দেখে পরিবারের মানুষ ডাক্তারের সাথে কথা বলতে চাইলে ডাক্তার ততক্ষনিক তাদের প্রশ্নের কোন উত্তর না দিয়ে তড়িঘড়ি করে পালিয়ে যান। তারপর ডাক্তার আঞ্জুমান আরার সাথে যোগাযোগ করতে তাঁর বাসায় গেলে তিনি সেখানেও নেই বলে জানানো হয়।

এ বিষয়ে নওগাঁ জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ মোঃ মমিনুল হক জানান- ঘটনা শুনে তক্ষনিক ডেপুটি সিভিল সার্জন কর্মকর্তা সহ তিন সদস্যের একটি তদন্ত কমিটি পাঠানো হয়েছে।

এদিকে নওগাঁ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান- ঘটনার তদন্তের কারনে পুলিশ পাঠানো হয়েছে। যে দোষী তাকে যতাযত সাক্ষী প্রমানের ভিত্তিতে গ্রেপ্তার করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে