সিরাজগঞ্জ জুটমিলে শ্রমিকদের টানা ১২০ ঘন্টার কর্মবিরতি ঘোষনা
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বাংলাদেশ পাটকল শ্রমিকদের ৯ দফা মজুরী কমিশনের দাবিতে বছরের প্রথম দিনে সিরাজগঞ্জ জাতীয় জুট মিলের শ্রমিকরা সমাবেশ করেছে। আগামী শনিবার ভোর ৬টা থেকে টানা ১২০ ঘন্টা শ্রমিকরা তাদের কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করবে বলে কর্মসুচি ঘোষনা করে। বুধবার বিকেলে শহরতলীর রায়পুরে অবস্থিত জাতীয় জুটমিলস (কওমী জুট মিলস) ফিনিসিং গেট সমাবেশে এ কর্মসুচি ঘোষনা করা হয়।
জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে এসময় সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মনিরুজ্জামান,আমিনুল ইসলাম,ছানোয়ার হোসেন, খোদাবক্স,আব্দুল বাসেত বাবু, আরঙ্গ আজিজ স্বপন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জাতীয় মজুরী কমিশন রোয়েদাদ ২০১৫ বাস্তবায়নের জন্য ৯দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। শুধু তাইনা শ্রমিকদের কল্যান ফান্ডের ব্যবস্থা,নিয়মিত বেতন পরিশোধসহ মজুরী কমিশন আইন বাস্তবায়ন করার দাবি জানায়। এসময় বক্তারা গেট মিটিং,বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন কর্মসুচি নিয়মিত পালনের মধ্যে দিয়ে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশের সভাপতি আব্দুল খালেক সমাবেশ সমাপ্তের প্রাক্কালে শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের জন্য শ্রমিকদের নিয়মিত আন্দোলনে যোগদানের আহবান জানিয় বলেন,আগামি ৪জানুয়ারি শনিবার থেকে ১২০ ঘন্টার টানা কর্ম বিরতি চলবে। তারপরও যদি সরকার তাদের দাবি না মেনে টালবাহানা করে তাহলে দর্মঘট ও আমরণ অনশন কর্মসুচি চলবে। এসময় শ্রমিকরা আন্দোলনের সাথে একাত্বতা ঘোষনা করেন এবং দাবি আদায়ের জন্য প্রতিটি কর্মসুচিতে থাকাতে প্রতিজ্ঞবদ্ধ হয়।