বই উৎসবে দুঃখীনি মায়ের গান গেয়ে মুগ্ধ করলের গোদাগাড়ীর ইউএনও
এম. আব্দুল বাতেন, গোদাগাড়ী : নতুন বছর নতুন দিনে যখন সারা দেশের শিক্ষার্থীরা নতুন বই পাওয়ার আশায় বই উৎসব মাতোয়ারা, ঠিক এমনি দিনে ‘‘ জনম দুঃখীনি মায়ের’’ গান গেয়ে সবাই কে মুগ্ধ করে সুনাম কুড়ালের ইউএনও নাজমুল ইসলাম সরকার।
বুধবার সকাল ১১ টা হতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসবের অনুষ্ঠান চলছিলো। এতে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার সভাপতিত্ব করছিলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী ও মিসেস নিগার চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার মায়ের প্রতি সম্মানসহ নানান ধরণের সুন্দর ও গঠন মূলক সভাপতির বক্তব্য শেষ করে চেয়ারে বসছিলেন সেই মূহুর্তে মঞ্চের সামনে হতে আওয়াজ আসছিলো স্যার আপনার সুন্দর কণ্ঠে মাকে নিয়ে একটি গান শুনতে চাই। মূহুর্তেই সেই দাবি জোরালো হতে লাগলো।
এরই প্রেক্ষিতে মঞ্চে বসা প্রধান অতিথি এমপি ওমর ফারুক চৌধুরী হাসি মুখে বললেন গাও একটি গান শুনি। এর পরই তিনি মঞ্চের মাইক নিয়ে বলেন “ মা’’ পৃথিবীর শ্রেষ্ট শব্দ। সমস্ত জাতি কুলের কাছে শ্রেষ্ট শব্দ বলে শুরু করলেন। গানের কলিটি ছিলো ‘‘মায়ের কান্দন জগৎ জীবন,,,, দুচার মা বইনের কান্দন রে,,,,,,,,, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারীনি মা জনম দুঃখীনি মা দুঃখের দরদী আমার জনম দুঃখীনি মা ।
তিনির মধুর কণ্ঠে যখন গান চলছিলো তখন সকল দর্শক শ্রোতা নিস্তব্ধ হয়ে চেয়ে ছিলেন। এই সময় অনেকেই মায়ের কষ্টের, ভালোবাসার কথা মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়ে ছিলেন। গান শেষ সবাই দুই হাতের উজার করা তালি দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন উপস্থিত সুধিজন।