নতুন বই পেয়ে উল্লাসিত রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুলের শিক্ষার্থীরা

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২০; সময়: ৪:২৩ অপরাহ্ণ |
নতুন বই পেয়ে উল্লাসিত রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুলের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের মতো ২০২০ শিক্ষাবর্ষের এ বছরও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। এ সময় শ্রেণী শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান।

বুধবার সকালে বিদ্যালয়ের ক্যাফে এন্ড কনফারেন্সে বছরের প্রথম দিন ঝকঝকে পাঠ্যবই হাতে পেয়ে দারুণ খুশি ক্ষুদে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের সভাপতি প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাইফুর রহমান বলেন, ‘শিক্ষা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূর্ণ বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা গণপজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদেশ এখন বিশ্ব দরবারে রোল মডেল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রকৃত শিক্ষার বিকল্প নেই। আর প্রকৃত শিক্ষার মূলমন্ত্র হচ্ছে বই পড়া।’

এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ইংরেজির প্রভাষক সোহান রেজা, আইসিটির প্রভাষক আসাদুজ্জামান আসাদ, বাংলার প্রভাষক মেহের সরদার প্রমূখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে