বাগমারায় পিইসিইতে প্রেমার জিপিএ-৫ অর্জন
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২০; সময়: ৫:৩৪ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : গত মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে মৌমিতা আক্তার প্রেমা। প্রেমা সৈয়দপুর-মচমইল রাখাল বিদ্যানিকেতন থেকে এই সাফল্য অর্জন করেছে।
মৌমিতা আক্তার প্রেমা রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের চেইন মাস্টার মুকবুল হোসেনের মেয়ে। মা শাপলা খাতুন গৃহিনী। প্রেমা জানায়, তার এই সাফল্যের পেছনে মা-বাবা সহ প্রতিষ্ঠানের শিক্ষকদের অনুপ্রেরণা রয়েছে। তাঁদের কারণেই জিপিএ-৫ পাওয়া সম্ভব হয়েছে।
ভালো ভাবে লেখাপড়া করে ডাক্তার হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারে সে জন্য সকলের দোয়া কামনা করেছেন। মৌমিতা আক্তার প্রেমা ২০১৬ সালের কিন্ডার গার্টেন এসোসিয়েশনের পরীক্ষায় ২য় শ্রেণীতে সারা দেশের মধ্যে ৩ য় স্থান অর্জন করেছিল।