গোদাগাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২০; সময়: ৭:০৮ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : ‘‘মাদক কে রুখবো, বঙ্গবন্ধুর সোনাসোনার বাংলা গড়বো’’ এই স্লোগানের মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহিদ ফিরোজ চত্ত্বর প্রদক্ষিণ শেষ উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইমরানুল হক, সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান, গোদাগাড়ী মডেল থানার ওসি (তদš)Í নৃত্যপদ দাস, উপজেলা ভারপ্রাপ্ত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী। আলোচনা শেষে কেক কেটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে