ধামইরহাটে দেড় শতাধিক পল্লী চিকিৎসককে সংবর্ধণা প্রদান

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২০; সময়: ৪:২৬ অপরাহ্ণ |
ধামইরহাটে দেড় শতাধিক পল্লী চিকিৎসককে সংবর্ধণা প্রদান

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে গ্রামীন জনপদের প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা প্রদানকারী দেড় শতাধিক পল্লী চিকিৎসকদের সংবর্ধণা প্রদান করা হয়েছে। ০৪ জানুয়ারী দুপুর ১২ টায় আমাড়াইতাড়া মোড়স্থ তৃষ্ণা হেলথ কেয়ার এন্ড ডায়গনস্টিক সেন্টারের উদ্যোগে ১৫৫ জন পল্লী চিকিৎসককে সংবর্ধনা প্রদান করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তফা কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট এলাকার সর্বজন আস্থাভাজন মেডিসিন, শিশু ও ফ্যামিলি ফিজিশিয়ান ডা. গোবিন্দ মোহন সাহা (জিএম সাহা)।

এ সময় তৃষ্ণা হেলথ কেয়ার এন্ড ডায়গনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক ও ল্যাব ইনচার্জ ইমতিয়াজ আহমেদ, আলরাজি বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি আনিছুর রহমান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুমুছা স্বপন, পল্লী চিকিৎসক শহিদুল ইসলাম, এনামুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। দীর্ঘ ৩০/৪০ বছর যাবত প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়ার পর প্রথম বারের মত সংবর্ধিত হয়ে তৃষ্ণা হেলথ কেয়ার এন্ড ডায়গনস্টিক সেন্টারের ভূয়সী প্রশংসা করেন পল্লী চিকিৎসক গন।

এ সময় প্রধান অতিথি ডা. জি এম সাহা গ্রাম পর্যায়ে চিকিৎসাব সেবা প্রদানকারী পল্লী চিকিৎসকদের দায়িত্বশীলকার সাথে সেবা প্রদানের অনুরোধ জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে