সব শিক্ষা প্রতিষ্ঠানে সাইকোলজিস্ট নিয়োগে রুল
পদ্মাটাইমস ডেস্ক : দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলর অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করেন। জনপ্রশাসন সচিব, শিক্ষা সচিব, ইউজিসি চেয়ারম্যান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার আদালতে রিটের পক্ষে রিটকারি আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
হাইকোর্টের রুল জারির পর আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, দিনদিন শিক্ষার্থীদের মাঝে নৈতিক অবক্ষয়ের বিভিন্ন দৃষ্টান্ত লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তাই আমি মনে করেছি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের একটা গাইডলাইন পাওয়া দরকার।
তিনি বলেন, যেটা পেলে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ জাগ্রত হবে। সেজন্য আমি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলর অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের নির্দেশনা চেয়ে একটি রিট করি। হাইকোর্ট সেই রিটের শুনানি নিয়ে আজ রুল জারি করলেন।