২০১৯ সালে রেল দুর্ঘটনায় নিহত ৪২১
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০; সময়: ১২:৩৮ অপরাহ্ণ |
খবর > জাতীয় / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : ২০১৯ সালে ৩৯৩টি রেল দুর্ঘটনায় ৪২১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮৯ নারী ও ৪৬ জন শিশু। এছাড়াও চার নারী ও ৩৩ শিশুসহ ৩৬৬ জন আহত হয়েছে। ১ জানুয়ারি ২০১৯ থেকে ৩০ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সারাদেশে বিভিন্ন রেলপথে এসব দুর্ঘটনা ঘটে।
রোববার গণমাধ্যমকর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) ‘রেলপথে দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন-২০১৯’-এ এই তথ্য তুলে ধরা হয়েছে। ২৪টি জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক সংবাদপত্র এবং ৯টি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার তথ্য-উপাত্তের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এসব হতাহতের ঘটনা একাধিক ট্রেনের মধ্যে সংঘর্ষ ও ট্রেন লাইনচ্যুতির চেয়ে রেলক্রসিং ও রেললাইন পারাপারের সময় বেশি ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।